অনন্য সৌমিত্র
Joy Dev Das
তিন ভুবনের পারের দেশে
চলে কি তুমি গেলে?
তোমার সাজানো অপুর সংসারের
সব্বাই কে ফেলে।।
মৃত্যু তোমায় ছুঁতে পারেনি
অপরাজিত তুমি
মঞ্চ নাটক চলচ্চিত্র কবিতায়
সমৃদ্ধ জন্মভূমি।।
বেলাশেষের দিনগুলোতে
হলো না বেলা শুরু
ফেলুদার জন্য কাঁদে যেন
রাজস্থানের মরু।।
অনন্ত এক নক্ষত্র তুমি
কাঁচ কাটা হীরে
স্বমহিমায় মণিহার নিয়ে
রইবে বাঙালির অন্তরে।।
উদাত্ত কন্ঠের আবৃত্তি যেন
শুনি আকাশে বাতাসে
অপার প্রতিভা তোমার বিকশিত
এ বিশ্ব মহাকাশে।।
মহীরুহ তুমি, হলো না ফেরা
বৃথা কি হলো প্রার্থনা
অস্তিত্ব তোমার আবহমান
করি আত্মার শান্তিকামনা।।
তোমার ব্যক্তিত্বের শাখাপ্রশাখা
সাবলীল তোমার ব্যাপ্তি
বাংলার মাটি আজিকে ধন্য
পরম আলোক প্রাপ্তি।।