সিমলাতে সাইকো
আজকের গন্তব্যস্থল ছিল কুফরি। তবে সেখানে যেতে হলে অবশ্যই একজনকে বাহন করা প্রয়োজন কিন্তু সেটা অতি অল্প সময়ের জন্য। কিন্তু আসল বিষয়টি হল আমি যার পিঠে উঠে বসেছিলাম তাকে নিয়ে। নাম তার সাইকো (Psycho)। অবশ্য সেটা জেনেছিলাম অনেকটা পথ পেরোবার পরে। কিন্তু এমন অদ্ভুত নামের কারন জানতে চাওয়াতে তার মালিক যা বলেছিলেন তা শোনার পর আমার কর্তার তো সে কি চিল-চিৎকার…
কারণটা হল গিয়ে, Psycho নাকি লিঙ্গের প্রকারভেদ বুঝতে পারে আর সে কখনোই পুরুষ যাত্রী কে তার পিঠে সওয়ার হতে দেয় না। শুধু মাত্র স্ত্রী যাত্রী তার পছন্দের তালিকায়। তবে অবশ্য সব স্ত্রী যাত্রী যে তার পছন্দের তা কিন্তু নয়।সে নাকি প্রতি সপ্তাহে তার এক জন সওয়ারকে তার যাত্রা ভঙ্গ করায়। সোজা ভাষায় যাকে বলে তুলে আছার মারা।।
এই শুনে কি আর চুপ থাকা যায় ??? অবশ্য কিছু সময় পর জানা গেল যে সে নাকি গতকালই তার ওই এক সপ্তাহের কোটা পূরণ করেছে ।। আবার এই সপ্তাহের কোটা পূরণ হতে আরো কিছু দিন সময় তার হাতে আছে ।।