একাকিনী মুন
স্বার্থে ভরা এই দুনিয়ায়
মুনের কেহ নাই
ছোট্ট একটা ঘরের কোণে
পেতেছে সে ঠাঁই।
যখন মুনের টাকা ছিলো
তখন ছিলো সব
টাকা নিয়ে নিঃস্ব করে
করে না আর রব।
টাকার গন্ধে মৌমাছিরা
করত সব গুন গুন
এখন তাদের পায়া ভারি
অবাক হলো মুন।
আপন ভাবে বিভোর হয়ে
ঘরে থাকে মুন
ছেলের সাথে দিন কাটে তার
পান্তা ভাতে নুন।
ভালোবাসার মানুষ মুন
ভাবে কোথায় পাই
মায়ের মতো আপন জন
এই দুনিয়ায় নাই।