করোনায় আক্রান্ত কিংবদন্তি দৌড়বিদ, বিদ্যুত্ মানব উসেইন বোল্ট
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অবসরপ্রাপ্ত কিংবদন্তি দৌড়বিদ উসেইন বোল্ট।জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার তে একটি ভিডিও প্রচার করে তিনি নিজেই সবাইকে এই বার্তা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, শনিবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়, এবং সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তিনি এখন স্ব-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, যদিও তার শরীরে এই রোগের কোনও লক্ষণই নেই।
এ প্রসঙ্গে উল্লেখ্য বিগত ২১ অগাস্ট উসেইন বোল্ট মহাসমারহে তাঁর ৩৪ তম জন্মদিন উদযাপন করেছেন কোন সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির তোয়াক্কা না করে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, করোনার আবহের মাঝেও প্রচুর জনসমাগম হয়েছিল এই অনুস্থানে।
আর তারপরেই এল বোল্টের মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। সাথে সাথেই বোল্টের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করা হচ্ছে বলে জানা গেছে।