চিঠি – বন্দনা সাহা
সময়ের নিষ্ঠুর অভিঘাতে
হারিয়ে গিয়েছে চিঠি,
মাতা পিতার চিঠি,দূর বিদেশে থাকা সন্তানের চিঠি,ভাই বোনের চিঠি, বন্ধুর চিঠি, প্রনয়ের চিঠি,কত সুখস্মৃতির চিঠি,কত দুঃখের চিঠি, কত আশা নিরাশার চিঠি,
যত্ন করে হাতে লেখা রেখে দেওয়া চিঠি,রাগে অভিমানে কত ছিঁড়ে ফেলে দেওয়া চিঠি,
পাড়ার গলির মোড়ে তালাবন্ধ
লাল বাক্স টা আজ আর নেই
যার মধ্যে যত্ন করে ফেলা হত
খামেবন্ধ করা চিঠি,
ডাক পিওন ও আর নেই
যে পিঠে করে ব্যাগে ভরে
নিয়ে যেত সেই সব চিঠি,
তথ্যপ্রযুক্তির তুফানে
হারিয়ে গেছে সেইসব চিঠি,
আবেগের অন্তঃস্থলে
হানা দিয়েছে যন্ত্র,
ভেঙে খান্ খান্ হয়ে গেছে
চিঠির মাধুর্য্যের মহামন্ত্র।।
—————-+———————
~রচনা – বন্দনা সাহা।
মুকুন্দ পুর। কোলকাতা।
১৭-১১-২০