বনসাই
এই যে ঋষি তুল্য শান্ত গাছটাকে
বেঁধেছ দুই বাই তিন ফ্রেমে
বলছো,
ডালপালা বাড়ুক,ঐখানে বেঁকেচুরে–
বনসাই।
মাঝে মাঝে ছেঁটে দাও
নতুন পাতা, হলুদ মুকুল।
প্রবল অধিকারবোধ,
শিকড়ে মেরেছ গাঁইতি
বারংবার।
আমি তাতে জল দিই,সারও
দেখো,
জন্মান্তর ফুল কোনো
ফুটে আছে–
শিকড়ের ডগায় ডগায়!