125তম নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম-জয়ন্তী উপলক্ষে মধ্য কলকাতা অনুভবের শ্রদ্ধাঞ্জলি।
গত ২৬শে জানুয়ারি অন লাইনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে (২৩শে জানুয়ারি) মধ্য কলকাতা অনুভবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল সন্ধ্যায়, ওয়েলিংটন স্কোয়ার সংলগ্ন একটি হলে ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, নেতাজীকে নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অঞ্জনাভ চক্রবর্তী। সভাপতিত্ব করেন সংগঠনের সম্পাদক অঞ্জন দাস দাস।
পুরস্কার প্রদান করেন,যথাক্রমে অঞ্জনাভ চক্রবর্তী, আ ব্যানার্জি, পায়োধি দে,নিমাই মণ্ডলও অঞ্জন দাস দাস।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক পার্থ মুখার্জী,এবং সংবাদিক শান্তা শিকদার।